এতো ভয় কিসের তোর?
বাঁচলে বাঁচার মত বাঁচ,
প্রয়োজনে লড়াই কর,
দুমড়ে মুচড়ে ভাঙ্গ ঐ ত্রাসের কাঁচ।
তোর শিরায় কি রক্ত বয়না?
নেই কি কোনও আত্মসম্মানবোধ?
ইদিপাসের মত কি তুই চোখ থেকেও কানা,
গাধাও তো হুংকার দেয় কভু, নয় সে এত নির্বোধ।
ভেঙ্গে ফেল সব আজি, ন্যায়ের পক্ষে লড়াই কর,
আর কত ঘুমাবি তুই, সিংহের মত গর্জে উঠুক কণ্ঠ তোর।