স্বপ্নে হয় দেখা তোমার সনে, থেকে থেকে,
আমার ঠোঁট করে স্পর্শ,
ঐ তুষার শুভ্র গলা তোমার,
ব্যস্ত মেঘ যেমন করে চুম্বন পর্বতচূড়াকে।
জানি না এ প্রেম নিয়ে যাবে কোথা,
অদৃষ্ট করছে খেলা প্রতিক্ষণে,
এ যেন পালকে নিয়ে হাওয়ার ঠাট্টা করা,
কভু আনন্দে ভাসি, কভু মৃত নদের মত বয়ে চলি নীল ব্যথা।
মুখ থুবড়ে পড়ি বাচ্চার মত, তবুও উঠি, তবুও স্বপ্ন দেখি,
বন্ধ কি আর স্বপ্নের দ্বার? তাতেই তোমায় মুক্তোর মত আগলে রাখি।