জাগো হে কুম্ভকর্ন! করো আদায় অধিকার স্বীয়,
ছড়াও আলো চারিদিকে,
পূবের ঐ নীলে বিলায় যেমন,
অরোরা আলোর কণা স্বর্গীয়।
জাগো আজ ঘুমন্ত ঐ বীজের মতন,
যার বুকে ম্যাকবেথের মত উচ্চাকাঙ্ক্ষা,
ওথেলোর মত গর্দভ সে নয়,
সুপ্ত তার ওফেলিয়ার মত নিস্পাপ মন।
জাগো, জেগে ওঠো নব উদ্যমে সকল জড়তা পায়ে দলে,
দাও চীৎকার বজ্রের ন্যায় কণ্ঠে তোমার, শুনুক সকলে।