তুমি কি আমায় বিয়ে করবে?

তুমি কি আমায় বিয়ে করবে আজকে?


হে মোর প্রিয়তমা,


হয়তোবা পারবনা দিতে আলি বাবা চল্লিশ চোর-এর,


লুকোনো হাস্যজ্জল রত্নভাণ্ডার পাহাড়ের বুকে।


 

শুধু পারব দিতে আকাশের মত একবুক ভালোবাসা,


নিস্পাপ ফুল যেমন সৌরভ ছড়ায়,


তেমনি করে বিলিয়ে দিব আমায়, তোমার তরে,


এর চেয়ে বেশি চাইব কি আর? এটাই মোর আশা।


 

আমায় দেখে রংধনু রঙের ভেলা ছড়িয়ে হাসে, কারণ আছে তার বৃষ্টি,


আমি যেন মৃত মরুতে ছিটকে পরা তারা, খুঁজে ফিরি তোমার দৃষ্টি।   

View kingofwords's Full Portfolio