খুঁজে পাই তোমায় শিশির ভেজা ঘাসে,
চটপটে কাক ডাকা ভোরের কোলে,
আছো তুমি বিকেলবেলার স্নিগ্ধ রোদের আলিঙ্গনে মিশে,
শিমুল গাছের আলসে পাতার আড়ালে।
আছো তুমি শীত-ঠকঠক করা রাতে,
শীতল লেপের স্পর্শে,
নদীর জলে চাঁদের আঁকাবাঁকা লিখাতে,
স্মৃতির পাতায় অগুনতি প্রেমময় চুম্বনে।
তোমায় পাই আমি গড়িয়ে আসা ক্লান্ত বাদামের খোসাতে,
রাতের চাদরে, তারাদের নিষ্ঠুর হাসিতে,
পায়রাদের নির্লজ্জ যৌনতাতে,
ভোরের প্রথম আলোতে।
বোধহীন অক্সিজেনের মত কোথায় নেই তুমি?
নিঃসঙ্গ রাস্তা, অর্ধমৃত ল্যাম্পপোস্টের বাতি,
তোমার স্পর্শের তরে আজো ক্ষুধার্ত আমি,
মেতেছে ষড়যন্ত্রে মোর সাথে, কভু দিবে না তোমায় ভুলিতে, জানি।
শেলির মত বিদ্রোহে মত্ত শার্ট থেকে ছিটকে পড়া বোতামে,
খরগোশের সহিত ঘাসের রক্তপাতহীন চুক্তিতে,
আছো তুমি স্বর্গীয় শিশুর নিস্পাপ ঘুমে,
ভুলবো না তোমায় কভু, দিও না ভুলিতে তুমি আমারে।