বৃষ্টি এবং তুমি,
পাইনা খুঁজে অমিল কোনও,
একে অন্যের সমার্থক যেন,
সত্যের মত সুন্দর, পবিত্র দুটোই, জানি আমি।
চোখের অতল হ্রদে তোমার,
বহমান কত যে আশা, হতাশা,
নীল কষ্টময় ভালোবাসা,
দুঃখের উপচেপড়া নিষ্ঠুর জোয়ার।
তবুও কম্পেইসনের মত ছেড়েছি কি তব হাত?
বলিনি কি রবার্ট ফ্রস্টের মত- দেব পাড়ি, যতই দীর্ঘ হোক রাত?