বলনা ভালোবাসি

  আকাশ হতে নিয়ে ধার বিশালতা,

 

রাতের সমুদ্রকে ফিরিয়ে দিয়ে নীরবতা,

 

পিছু ফেলে হিমালয়সম লাজ,


 বলেই ফেল আজ।


 

বলনা ভালোবাসি,

 

থোরাই করি পরোয়া কেউ করলে হাসাহাসি,

 

জেনে রেখ হে মোর আফ্রোদিতি,

 

তুমি সুন্দর, তোমাতেই আমি মাতি।

 

 

রবি ঠাকুরের সংগীত তুমি, নজরুলের প্রেমের বার্তা,

 

সম্পূর্ণা তুমি ওগো, বিস্ময় সৃষ্টির, জানে সৃষ্টিকর্তা। 

 

View kingofwords's Full Portfolio