আয় হায়! কি করি!
আমি যে লাজে মরি!
বদমাশ বন্ধুটা,
হেঁচকা টানে করে দিল ন্যাংটা!
কাপড় ছাড়া এখন ঘরে,
যাই কেমন করে?
শয়তানটাকে পেলে,
খেতাম আস্ত গিলে!
আল্লাহ্ আল্লাহ্ করে,
সন্ধ্যার সময় ফিরলাম ঘরে!