প্রথম সাঁতার শেখার কথা মনে পড়লে,
চোখ উঠে যায় কপালে!
কি যে অবস্থা হয়েছিল আমার!
নাকানি চুবানি খেয়ে একাকার!
বাড়ির কাছেই ছিল পুকুর পার,
আব্বুর সাথে গিয়েছিলাম শিখতে সাঁতার,
পানি দেখে ভয়ের চোটে কাঁপল হৃদয় ‘আল্লাহ্ আল্লাহ্’ বলে!
বাবার ধমক খেয়ে নামলাম শেষে জলে!
নাক মুখ দিয়ে কত যে পানি ঢুকল আমার,
পারলাম না আমি প্রথম দিনে শিখতে সাঁতার!