ওরা বলে- অন্ধকার মানেই নাকি অশুভ,
অন্ধকার মানেই অজ্ঞতা ও অসভ্যতা,
তাহলে মায়ের পেটের অন্ধকার জগতে জন্ম যে বাচ্চার,
সে কি আসে না নিয়ে আলোর বারতা?
যে বীজ করে প্রবেশ মাটির গভীরে,
কোন আলো রাখে ঘিরে তাকে?
সেখানে তো অন্ধকার আর অন্ধকার!
কালো জগত না পেলে আসত কি করে চারা হয়ে আলোকে?
গাছের নিচের ছায়াও কালো তেমন,
জুড়ায় সে ছায়ায় ক্লান্ত পথিকের প্রাণ ও মন!