বিকেলের মিষ্টি রোদ যেন মধুর মত আরও মিষ্টি হল,
যখন তোমার সরব উপস্থিতি টের পেল,
তুমি ছিলে রিক্সায়, হুড করছিল রক্ষা তোমায় ছাদ হয়ে,
আমি যারপরনাই মুগ্ধ হয়ে রইলাম অপলক তাকিয়ে!
যেন তোমার স্বর্গীয় সৌন্দর্যে করলে মন্ত্রমুগ্ধ আমায়!
যেন তুমি আর আমি চুম্বকের দুটি খণ্ড, শুধু মিলন চায়,
তুমি চোখের আড়াল হলে ঠিকই, তবে হলে না মনের আড়াল,
পাব কি তোমায় পাশে, দেহ ছেড়ে অচিন পাখী দিবে যবে উড়াল?
লোকে বলে, দূর হতেও নাকি ভালোবাসা যায়!
বিশ্বাস হত না আগে, তোমার প্রেমে পড়ে ভাবি, যুক্তি আছে কথাটায়!