একটি পতাকার জন্য পাইনি কোনও ভয়,
একটি পতাকার জন্য করেছি যুদ্ধ জয়,
পতাকা মানে একটি দেশ,
পতাকা মানে আমার বাংলাদেশ,
বিস্ময়ে পৃথিবী তাকিয়ে রয়!
লাখো জীবনের বিনিময়ে শেষে,
বিজয়ের স্বাদ নিয়েছি মোরা,
কেঁপেছে শত্রুরা থরথর করে,
দিয়েছে স্বাধীনতা ধরা,
আমার বাংলা আমার বুকে রয়,
বিস্ময়ে পৃথিবী তাকিয়ে রয়!
যায় যত এগিয়ে সময়,
দেশের সুনাম যায় তত ছড়িয়ে,
বুকে দেশপ্রেম আছে বলেই,
যাচ্ছি মোরা আজ অন্যকে ছাড়িয়ে!
বাংলাদেশ কভু মাথা নোয়াবে না নিশ্চয়!
বিস্ময়ে পৃথিবী তাকিয়ে রয়!