কিসের এতো অভিমান তোমার?
কেন বারবার সব ভেঙে করো চুরমার?
তোমার অহংকারের ফল হচ্ছে এই অহেতুক অভিমান,
বুঝবে ঠিকই একদিন হারাবে আমায় যেদিন!
লাগে তেঁতো লেবু বেশী কচকালে,
বাড়াবাড়ি নয় ভালো কোনও কালে,
আমি যতবার সব আগের মত স্বাভাবিক করতে চাই,
তুমি অভিমানে যাও তত দূরে সরে, এর কারণ আমার জানা নাই!
হয়তো এ সম্পর্কের ভিত্তি তাজমহলের মতই মজবুত হবে,
হয়তো বা ক্ষণস্থায়ী তাসের ঘরের মত ভেঙে পড়বে!