জীবনের কাছে চাওয়ার কি আছে?
জীবনটা লাগে শুধু যে মিছে!
ভণ্ড যারা আজ সফল তারা,
সৎ মানুষেরা দিশেহারা!
এভাবে কি জীবন চলে?
তোমার আমার বিবেক কি বলে?
ঘুষের বিছানায় আরামে ঘুমায়,
অভাবী মা কাঁদে বেদনায়,
অন্যায়কারী আজ সমাজ চালায়,
বিচার কেঁদে মরে, বিবেক পালায়!
একে কি সুখ বলে?
তোমার আমার বিবেক কি বলে?
অপরাধী আজ করে উল্লাস,
নিস্পাপ জনতা ফেলে দীর্ঘশ্বাস,
সবাই শুধু আজ খোদাকে ডাকে,
বাঁচান যেন এই নরক থেকে,
যাবে কি প্রার্থনা বিফলে?
তোমার আমার বিবেক কি বলে?