স্বপ্ন দেখে দেখে যাই জীবনের ছবি এঁকে,
স্বপ্নের ফেরিওয়ালা আমি,
স্বপ্নের বারতা দেই ছড়িয়ে পাই যখন যাকে জীবনের প্রতিটি বাঁকে,
আমি স্বপ্নবাজ উদ্যমী!
স্বপ্নের ফেরিওয়ালা আমি।
কে আছো চাও হতে জয়ী?
কে চাও সফলতা চিরস্থায়ী?
তবে জেগে ওঠো ভাই,
সময়ের আগে ছুটে চলা চাই,
সময় যে বড় দামী,
স্বপ্নের ফেরিওয়ালা আমি।
যদি চাও লোকে তোমাকে চিনুক,
তোমার কীর্তি গাঁথা সবাই জানুক,
তবে এখনই সময় হাল ধরবার,
সাহস বুকে নিয়ে এগিয়ে যাবার,
করো না কোনও পাগলামি!
স্বপ্নের ফেরিওয়ালা আমি।