উট দিয়েছে দৌড়,
কে জানে কেন?
হয়তো পেয়েছে ভয়,
হয়তো নেই কারণ কোনও!
মরুর বালিতে পা ফেলে,
যাচ্ছে এগিয়ে সামনে,
নেই ক্লান্তি, নেই অবসাদ,
মনের কোনও কোণে!
নিরীহ উটের দৌড় দেখে মায়া লাগে,
উটের এমন দৌড় কভু দেখিনি আগে!