ফোন করলেই ‘কল ওয়েটিং’ শুনতে পাই!
যদি করি জিজ্ঞেস- কে করেছিল ফোন?
তখন তুমি উন্মাদের মত যাও রেগে!
বল তুমি- আমি নাকি করছি সন্দেহ পোষণ!
আমার কি এটুকু জিজ্ঞেস করার নেই অধিকার?
আমি কি কভু তোমার ফোন হাতে নিয়ে দেখেছি কদাচিৎ,
কার সাথে, কোনদিন, কতক্ষণ কথা বলেছো?
কথায় কথায় অগ্নিগিরির লাভার মত উত্তপ্ত হওয়া কি উচিত?
তুমি যেভাবে রিঅ্যাক্ট করো,
তাতে সন্দেহ হবে যে কারো!