কষ্ট করলে কেষ্ট মেলে,
কথাটি সর্বক্ষেত্রেই ফলে,
যে যত বেশী খাটে,
তার কপালেই সাফল্য জোটে।
আজকের সভ্যতা এই কষ্টেরই সোনালি ফসল,
কষ্ট করে না লাগালে চারা, ধরবে কেমনে গাছে ফল?
কেউ কেউ বন্যা দুর্গতদের মত ভাবে,
কষ্ট অভিশাপ এ ভবে।
অনেক জ্ঞানী গুণীদের জন্ম হয়েছে দারিদ্র্যের রাজ্যে,
কিন্তু কষ্টকে তুচ্ছ করে, অক্লান্ত পরিশ্রম করে হয়েছে বিজয়ী নিজে!