আজব মন!

কখনও গৌতম বুদ্ধের মত একলা থাকতে ভালো লাগে,


কখনও কফি হাউসে গিয়ে সবার সাথে আড্ডা দেবার সাধ জাগে,


কখনও বৃষ্টির অপেক্ষায় চাতক পাখীর মত রয় চেয়ে আকাশপানে,


মুষলধারে লাগাতার বৃষ্টি হলে ভাবে, বৃষ্টি থামবে কোন ক্ষণে!


    

মানব মন বায়স্কোপের মত রঙিন এবং আজব বেশ!


কামাখ্যার মত রহস্যের তার নেইকো শেষ!


কভু পাগলের মত হাসে, কভু আবার শিশুর মত কাঁদে!


কুলির মত জীবনের ঘানি টানে হর্ষ বিষাদে!


  

মানব মন মোবাইল চায় কালো কিন্তু বউ চায় ফর্সা!

 

পাকা চুল পছন্দ নয়, কিন্তু পাকা ফল জব্বর খাসা!

View kingofwords's Full Portfolio
tags: