কি করে তোমায় ভুলি বলো?
যখনই দেখি ঐ একলা চাঁদ,
যখনই আকাশে আঁকা রংধনু দেখি,
তখনই তোমার দেবীর মত মুখ মোর মনে ফেলে আলো!
বৃষ্টির শব্দ তোমার কথা মনে করিয়ে দেয় প্রায়ই,
রক্ত রঙা কৃষ্ণচূড়া ফুল,
তোমার রক্তিম গাল আমার নয়ন সমুখে মেলে ধরে!
স্নিগ্ধ কাশফুলে তোমার নরম কোমল ত্বকের স্পর্শ পাই।
আমি দেখি যা কিছুই, যেদিকে তাকাই,
সবখানে আছো তুমি, আবার কোনওখানে নাই!