আমার মনে একটি প্রশ্ন বারবার চোরের মত উঁকি দেয়,
কবে আসবে তুমি?
তোমায় ছাড়া মন আমার আজ ধু ধু মরুভূমির ন্যায়!
কর্কট রোগে আক্রান্ত রোগীর মত আর পারছি না সহ্য করতে আমি!
যাওয়ার আগে একটিবারও কি আমায় বলে যাবার ইচ্ছে হল না!
তুমি বারমুডা ট্রায়াঙ্গালের মতই এক রহস্য অজানা,
তোমায় আমি বুঝেও বুঝি না!
আমার মন খুঁড়ে যদি দেখো কভু, প্রেম ছাড়া কিচ্ছু পাবে না!
চাতক পাখীর মত পথ চেয়ে আছি আমি,
আকাশ পাণে দীর্ঘ নিঃশ্বাসের তীর ছুড়ি- ‘কবে আসবে তুমি’?