আমার একেকটি মুহূর্ত শ্মশানের আগুনের মত জ্বলে,
তোমায় একদিন না দেখলে,
হৃদয় ধুকধুক করে “দ্য টিন ড্রাম”-এর নায়কের ড্রাম বাজানোর মত,
আমার কথায় কোনও ফরমালিন নেই, একেবারে খাঁটি, সত্য!
কতদিন এমন লুকোচুরি খেলা চলবে জানি না!
হয়তো একদিন নিজ থেকেই দেবে ধরা, হয়তো দেবে না!
হয়তো আমি কোনও রাজকুমারের মত গোলাপ হাতে বলব হাঁটু গেড়ে,
“ভালোবাসি”, দাও না একটু স্থান তোমার ঐ আকাশের মত হৃদয় মাঝারে।
হয়তো এ কথা শুনে বইবে আনন্দের বন্যা তোমার মনে,
হয়তো ঝড়ের বেগে যাবে তুমি চলে, সেই মুহূর্তে, সেই ক্ষণে!