হাতি চলে রাজার মত,
নেই কোনও ভয়, নয় সন্ত্রস্ত,
মানুষ দাঁড়িয়ে হাঁ করে দেখে,
হেলে দুলে চলা হাতিটাকে।
চলার পথে লোকজনে যা দেয়,
লম্বা নাকটি তুলে তাই খেয়ে নেয়,
আস্তে আস্তে চিবায় আর সামনে এগিয়ে যায়,
ক্লান্তি তারে কভু ছুঁতে না পায়!
পথের ঘাটে পুকুর পেলে শরীরটা জুড়ায়,
ঠাণ্ডা পানিতে নেমে গাঁ ভেজায়!