পরিবর্তন কোথায় নেই?
পরিবর্তন সত্যের মত শাশ্বত,
পরিবর্তন খনিজ পানির মত পরিস্কার,
পরিবর্তন অতীতে হয়েছে, বর্তমানে হয়, ভবিষ্যতেও হবেই!
পরিবর্তন আসে মানুষে, ভাষায়,
প্রকৃতিও বধূর মত নিজেকে প্রতিদিন ঢেলে সাজায়,
আকাশে মেঘ কি প্রত্যহ একই ভাবে ভাসে?
পাখীরা কি একই স্থানে বারবার উড়ে বেড়ায়?
সাগরের ঢেউও কি ক্ষণে ক্ষণে বিচিত্র রূপ ধারণ করে না?
পরিবর্তন ট্রাকের মত ধাক্কা দেয় ঠিকই, পরিবর্তন থামানো যায় না!