জলে কুমির ডাঙায় বাঘ!
তাই দেখে অস্থির নাগ!
নাগ দেবে ডুব জলে,
নাকি ডাঙায় যাবে চলে!
এই দ্বিধা মনে নিয়ে,
যায় নাগ ডাঙার দিকে এগিয়ে,
ডাঙায় উঠতেই বাঘ আসে তেড়ে,
নাগও তৈরি মাথা উঁচিয়ে, এই বুঝি ছোবল মারে!
নাগের ফোঁসফোঁস শব্দ শুনে,
বাঘ দেয় ভোঁ দৌড় গহীন বনে!