পর্দার আড়ালে তুমি ছিলে নীরবে দাঁড়িয়ে,
জীবনানন্দ দাশের বনলতা সেনের মত,
শিশুর মত অবাক বিস্ময়ে তাকালাম আমি মুখ ফিরিয়ে,
দেখলাম পাতার গায়ে স্নিগ্ধ শিশিরের মত তোমার হাসি!
একবার মনে হল আমি ভুল দেখছি না তো?
ভিঞ্চির মোনালিসা সশরীরে উপস্থিত হল নাকি?
সেই মায়াবী দৃষ্টি, জানা অজানা রহস্যের খেলা যত!
আচমকা ছিটকে পড়া তারার মত গেলে সরে।
তুমি নববধূর মত লজ্জায় নিজেকে করলে আড়াল বটে,
তোমার কোকিল কণ্ঠ পৌঁছল মোর কানে ঠিকই, বাতাস কেটে কেটে!