কোথায় তুমি?

কোথায় তুমি?


নেই তুমি দৃষ্টির সীমানায়,


তবে আজীবন রবে ঠিকই,


মনের বারান্দায়!


 

তুমি নিশ্চয়ই সুখে আছো,


হয়তো বা আছো দুঃখে,


হয়তো বা আমায় নিয়ে স্মৃতির মেঘেরা আজও,


করে বিচরণ তোমার বুকে।


 

তোমার অস্তিত্ব আমার মনে জন্মের দাগের মত,


ছিল, আছে রবে, অনন্তকাল জুড়ে,


সূর্য উঠলে যেমন হয় ভোর,


আমার মনে ভোর আসে তোমার যখন মনে পড়ে!


 

যদিও আজ তুমি অনেক অনেক দূরে,


আমার স্থান হয়তো করেছে দখল অন্য কেউ,


হয়তো তুমি আমার মতই একা এখনও,


বুকের মাঝে উথাল পাথাল ঢেউ!


 

মাঝে মাঝে মনে হয়,


যদি কোনও দিন হঠাৎ দেখা হয়ে যায় তোমার সাথে,


তখন কি তুমি ঘৃণায় ফেরাবে চোখ?

 

নাকি আমার পাণে আসবে এগিয়ে দুয়েকটা কথা বলতে!

View kingofwords's Full Portfolio