তাকে লাল পরী বললেও কম বলা হয়!
তার সৌন্দর্যের তুলনা দেয়া এতো সহজ নয়!
যখন কোনও মুহূর্তে হঠাৎ এক পলক দেখি,
মনে হয় তাজ মহল দেখতে থাকা দর্শকের মত অপলক চেয়ে থাকি!
তাকে না পাবার বেদনা সিসিফাসের শাস্তির চেয়ে কম কিছু নয়!
দিন যায় কেটে যেমন তেমন, রাতে ভীষণ কষ্ট হয়,
মনে হয় যদি হত সে মোর স্ত্রী, শয্যাসঙ্গিনী!
লিখতাম তাকে নিয়ে নতুন মহাকাব্য, এক নতুন প্রেম কাহিনী!
হয়তো সে অন্যের স্ত্রী হয়ে যাবে চলে যোজন যোজন দূর,
আমার মস্তিষ্কে তার আনাগোনা হবে ঠিকই, হোক তা বেদনা বিধুর!