কালো রঙের ছাগলটা,
ঘাস খেয়ে যাচ্ছে তার জীবনটা,
স্প্রিঙ্গের মত তিরিং বিরিং করে লাফায়!
চার ঠ্যাঙে হেঁটে এদিক ওদিক যায়!
ছাগলটাকে দেখলে ভীষণ মায়া হয়,
মাঝে মাঝে আমার দিকে চেয়ে রয়,
আমি কাঁঠাল গাছের ডাল ভেঙে দিলে,
সে আপনমনে কাঁঠাল পাতা চিবিয়ে চিবিয়ে গিলে!
দুষ্টু ছেলের তাড়া খেলে বিকেল বেলায়,
ম্যা ম্যা করে আর দিকবিদিক দৌড়ায়!