দেশের তরে দেব জীবন উৎসর্গ করে,
যে দেশ নিয়েছে মোরে এতো আপন করে,
দেশ মা, দেশ অন্তরের অন্তর,
দেশের তরে করে যাব কাজ সারা জীবন ভর,
মাতৃভূমি রেখেছে বুকে ধরে সোহাগে, আদরে।
দেশের হয়ে ষড়যন্ত্র করে যারা,
শয়তান তারা, অমানুষ তারা,
যে দেশে জন্ম মোদের,
করি গুণগান সেই দেশের,
জাগে চিন্তা মনের গভীরে,
অমানিশার মেঘ যাবে কেটে কোন প্রহরে?
স্বাধীন দেশে আজ নেই বুক ফুলিয়ে নিঃশ্বাস,
নিঃশ্বাসে আছে মিশে অগাধ বিশ্বাস,
পৃথিবীর মানচিত্রে একদিন,
বাংলাদেশ হবে চির অমলিন,
সম্ভাবনার দুয়ার যাবে খুলে, রবে না দেশ আর আঁধারে,
বইবে শান্তির বাতাস ভেতরে বাহিরে!