ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়ে দেখি,
পুরনো এক কাঠের যন্ত্র নামটি তার ঢেঁকি!
গর্তে চাল রেখে নাকি অপর প্রান্তে চাপ দিতে হয়,
তবেই নাকি চাল, মরিচ ইত্যাদি গুঁড়ো গুঁড়ো হয়!
আমি বললাম ঢেঁকির যুগ তো আর নেই,
বৈদ্যুতিক যন্ত্র ঢেঁকির স্থান নিয়েছে দখল করে অনেক আগেই!
জাদুঘরেও ঢেঁকির দেখা মিলবে কি না সন্দেহ!
তবে ঢেঁকির সোনালী অতীত পারবে না ভুলতে কেহ।
কি অদ্ভুত সুন্দর কাঠের যন্ত্র ঢেঁকি!
একটু পরপর অবাক হয়ে দেখি!