দোকানে আসে না একটাও কাষ্টমার,
মাছি মারতে মারতে যায় দিন তার,
যেদিন থেকে ভেজাল দ্রব্য পড়ল ধরা,
সেদিন থেকে দিশেহারা দোকানদার বেচারা!
সৎপথে যদি সে করত ব্যবসা,
বেচা বিক্রি নিশ্চয়ই হত তার খাসা!
অবশেষে সে নিল সিদ্ধান্ত,
অসদুপায় অবলম্বনে দিবে ক্ষান্ত।
সঠিক পথেই করবে সে মানব সেবা,
চব্বিশ ঘণ্টা- রাত্রি কিংবা দিবা!