যদি আকাশ হারিয়ে যায়!

যদি কখনও আকাশ হারিয়ে যায়!


কি করবে তুমি?


আমি পাব ঠাই তোমার মনের আকাশটায়!


মাতৃক্রোড়ে শিশুর মত নিশ্চিন্ত হব আমি!


 

যদি কখনও আমি ধোঁকাবাজের মত দূরে চলে যাই!


আমি অপেক্ষায় রব বেহুলার মত,


আমি জানি তুমি এসে ধরবে আমার হাতটাই,


আসে পাহাড়ের মত বাধা যত!


 

যদি আমি তোমার আগে ওপারে যাই!

 

কক্ষনো না! গেলে একসাথে যাব, এমন ব্রত থাকা চাই!

View kingofwords's Full Portfolio