কি দেখো রাতের আকাশে?

কি দেখো রাতের আকাশে,


ছাদের কোণে একা বসে?


কিছু না, দেখি ঐ একলা চাঁদ,


তুমিই তো চাঁদ! নিজেকে নিজে দেখার এত সাধ!


 

ধেৎ! কি যে বল না যা তা?


আমায় পটানোর ফন্দি এটা!


আরে না, না সুন্দরী ললনা!


পটানো আমার কাজের মধ্যে পড়ে না!


 

তোমার কাজের মধ্যে কি পড়ে শুনি?

 

তবে তাই হোক! কাছে এসো, বলছি এখনই!

View kingofwords's Full Portfolio
tags: