কোনও এক নাম না জানা কাক ডাকা ভোরে,
হঠাৎ আলোর ঝলকানির মত,
মনের বারান্দায় একটি সুখানুভূতির হল আবির্ভাব,
ভাবলাম, আমার জন্ম তোমার তরে।
আমি নিশ্চিত তোমার মনেও একই কথা হয় প্রতিধ্বনিত,
তোমার আর আমার মন কি আলাদা কিছু,
আলাদা বৈশিষ্ট্যপূর্ণ,
উত্তর আর দক্ষিণ মেরুর মত!
Platonism-এ করি বিশ্বাস, তুমি যা আমিও তা,
তোমার আমার আত্মা একই সুরে গাঁথা!