ছোটবেলায় ছিল অনেক আগ্রহ,
করতাম ইচ্ছে মতন ডাকটিকেট সংগ্রহ,
কভু যেতাম এখানে তো কভু সেখানে,
ফিরতাম না খালি হাতে ডাকটিকেট বিহনে!
কখনও কখনও বন্ধুর সাথে করতাম দেয়া নেয়া,
কখনও বা দোকান থেকে কিনে হত নেয়া,
এত সুন্দর আর দুর্লভ ডাকটিকেটের সমাহার,
দেখলেই প্রাণটা যেত জুড়ে আমার!
কিন্তু হায়! গেল হারিয়ে ডাকটিকেট রাখার খাতা দুইটা!
কি আর করা! অনেক কষ্টে শান্ত করলাম আমার জানটা!