ইমানদার বান্দা তসবিহ হাতে আল্লাহ্র নাম জপে যেমন,
মনে আমার আসে ফিরে ফিরে তোমার নাম তেমন,
তুমি রও যেথায়, যতদূর,
কাবাঘর প্রদক্ষিণরত হাজির মত মন আমার তোমার আশেপাশে করে ঘুরঘুর!
তোমায় একদিন না দেখলে,
বুক আমার শ্মশানঘাটের মত জ্বলে,
এ কথার কথা নয়,
আমার প্রতিটি কোথায় সত্য লুকিয়ে রয়!
জানি না কভু বধূ হিসেবে তোমায় পাব কি না পাশে!
তবু ক্ষতি কি উড়াই যদি আশার ফানুশ মন আকাশে?