যখন খারাপ থাকে মন, পড় বই তখন

মাঝে মাঝে কোনও কারণ ছাড়াই মনটা খারাপ হয়,


মানব চরিত্রে এমন হওয়া স্বাভাবিক নিশ্চয়!


মাথাব্যথা হলে যেমন নাপা খেতে হয়,


তেমনি মনের খারাপ লাগা যায় কেটে মন যখন বইয়ে থিতু হয়!


 

সত্যি বলছি, কথাটি একেবারে একশো ভাগ খাঁটি,


যখনই কারো মন খারাপ হবে তখনই নিতে হবে প্রিয় বইটি,


বইয়ের পাতায় মুক্তোর মত বিছানো শব্দগুলো পড়লে,


বিষণ্ণতা যাবে ডুবে অতল কুয়ার জলে!


 

বই মনোযোগ অন্য দিকে নেবার ক্ষেত্রে এক মোক্ষম হাতিয়ার!

 

এ কথা প্রণিধানযোগ্য তোমার আমার সবার!

View kingofwords's Full Portfolio
tags: