যায় উড়ে ফিঙে,
রেঙ্গেছে মন রঙে,
বাতাস কেটে কেটে উড়ে বেড়ায়,
কতদূর যায় তবু পথ না হারায়!
ফিঙে মাঝে মাঝে কাককে করে তাড়া,
কি সাহস তার! ভয় পায় না হতচ্ছাড়া!
ধানের ক্ষেতে দাঁড়িয়ে থাকা লাঠির উপর বসে,
আর ঝাঁপিয়ে পড়ে ছোটখাটো পোকার উপর শেষে।
মাঝে মাঝে ফিঙের লম্বা লেজ দেখে অবাক হই,
তার অদ্ভুত উড়ে যাওয়া দেখে সদা মুগ্ধ হই অবশ্যই!