মানব সম্পর্ক অদ্ভুত এবং জটিল বেশ,
এই ভালো তো এই শেষ,
যে ভাই আরেক ভাইয়ের জান,
সে ভাই এক সময় চায় নিতে ভাইয়েরই প্রাণ।
একবার সম্পত্তি হাতে এলে,
দেয় বাবা মাকে আবর্জনার মত দূরে ফেলে,
স্বার্থপরতা আর চাটুকারিতার চলে খেল বিরামহিন,
সুদিন দেখেছে যারা আচমকা দেখে তারা দুর্দিন।
সংসার নামক চলমান গাড়ির নেই কোনও যাত্রা বিরতি,
কেউ নয় জয়ী, চলে সমান তালে লাভ আর ক্ষতি।