আমি ধূমকেতুর মত যুগে যুগে আসি,
আমি সূর্যের মত ফিরে ফিরে আসি,
আমি ঘূর্ণিঝড়ের মত কাঁপাই রবি শশী!
আমি মেঘের মত কোমল অথচ ভয়ংকররূপে আসি।
আমি মাতাল বাতাস হয়ে বাজাই বাঁশী,
আমি অগ্নিগিরির মত আস্ফালন করতে আসি,
আমি তোমাদের টানে, তোমাদের প্রেমের মায়ায় আসি,
আমি সাহিত্যের মোহে আসি যেন আমি সাহিত্যের চাষি!
আমি হিমালয় আর এভারেস্ট দাপিয়ে বেড়াতে আসি,
আমি তোমার মনের মন্দিরে আসি কারণ আমি তোমায় বড় বেশী ভালোবাসি!