কারণে অকারণে অভিমান করো,
কারণে অকারণে রাগ করো,
কেন এমন করো, কেন রাগ করে যাও চলে?
আমি তোমায় খুব বেশী ভালোবাসি তাই বলে?
রাগলে তোমায় লাল টুকটুকে পরীদের মত লাগে!
কিন্তু এতো বেশী রাগ কি কারো ভালো লাগে?
যেদিন আমি যাব চলে চিরতরে,
সেদিন হয়তো বুঝবে, আমায় কি আর পাবে ফিরে?
জহুরী যেমন হীরা চেনে,
তেমনি আসল মানুষ নাও চিনে এই ক্ষণে!