জোঁক নাকি চক্ষুহীন,
কি করে চলে পথ চক্ষুহীন?
ছোট বড় নানান জোঁকে,
করে বাস জঙ্গলের বুকে।
রক্ত চোষাই তাদের একমাত্র কাজ,
মনুষ্য কিংবা প্রাণীর রক্ত চুষতে নেই কোনও লাজ!
মহিষ যখন নামে কোনও জলাভূমিতে কচুরিপানা খেতে,
বড় বড় জোঁক তখন লাফায় খুশীতে!
নিরীহ মহিষ পানিতে সমূহ বিপদ পারে না করতে আঁচ!
মাঝারি সাইজের জোঁক রক্ত চুষে হয় কলাগাছ!