আতা গাছে তোতা পাখী,
উঠছে কেবল ডাকি ডাকি,
লাল ঠোঁট তার যেন মরিচ পাকা,
যেন সাদা কাগজে শিল্পীর ছবি আঁকা!
তোতা পাখী অলসভাবে এদিক অদিক চায়,
কে জানে কি খুঁজে সে ঐখানটায়?
মনে মনে ভাবি আমি থাকতো যদি তোতা পাখী আমার,
কতই না মজা হত, তাক লাগিয়ে দিতাম মনে সবার!
তোতা পাখী! এখন যেতে হবে ভাই!
আবার দেখা হবে, টা টা, বাই বাই!