পেটলা চাচার টেকো মাথায় রেখেছে যে হাত,
নিস্তার আর নেই তার, হবেই কুপোকাত!
পেটলা চাচা অগ্নিগিরির মত রেগে হন লাল,
হাতের কাছে পান যাকে আলুভর্তা হয় তার হাল!
পেটলা চাচা রাস্তা ধরে যান যখন হেঁটে,
মস্ত ভুঁড়িখানা তখন ওনার আগে ছোটে!
রাতে যখন ঘুমান তিনি অনেক আরাম করে,
নাক ডাকার শব্দে কেউ রয় না তখন ঘরে!
পেটলা চাচা যখন ভাত খেতে বসেন,
অনেক খাবার গিলে তিনি তৃপ্তির ঢেঁকুর তুলেন!
��ষুশূল!