আমায় উদ্বাস্তুর মত একা ফেলে,
পাষাণের মত গেলে চলে,
দূরে, বহু দূরে,
মনে কি একটুও পড়ে না মোরে?
শিশিরের মত বিন্দু বিন্দু জমে থাকা ভালোবাসা,
কি করে মুহূর্তে যায় মরে? তা জানার বড় আশা,
যে হাত ধরে দিয়েছিলে কথা, যাবে না ছেড়ে কভু,
ছেড়ে সে হাত উদ্দেশ্যহীন নাবিকের মত গেলে চলে তবু!
সত্যি কথা বলতে কি, কে হল জয়ী, কে হল পরাজিত?
হেরেছো তুমি হৃদয়হীনা, এ কথা মধুর মত খাঁটি, সত্য!