কষ্ট দিও না মনে

আমি তোমায় কত ভালোবাসি বোঝাব তা কেমনে?


আছো মাধবী লতার মত জড়িয়ে মোর মনে প্রাণে,


তবে কষ্ট পাই তখন,


তুমি অহেতুক সন্দেহ করো যখন।


 

আমি কতবার তোমার রেশমের মত কোমল গা ছুঁয়ে কসম খেয়েছি,

 

আমার মন প্রাণ সবকিছু তোমায় সঁপে দিয়েছি,


তুমি ছাড়া আমি কিছুই চিন্তা করি না,


আমি তোমার, শুধুই তোমার, অন্য কারো না।


 

কিন্তু কেন জানি আমার কথায় তোমার মন শান্ত হয় না,


বাতাসের মত চঞ্চলতায় ভরা মন কেন বুঝে না,


আমি তোমার বিশ্বাস ভাঙবো না কভু,


আমাদের ভালোবাসার প্রদীপ দেব না হতে নিভু।


 

তোমার হাতের তালুতে চুমু খেয়ে কতবার!


তোমায় আমার বুকে আগলে রেখে সহস্রবার,


আমার দুই নয়নের সমুদ্রে ভাসিয়ে তোমার তরমুজ রাঙা গাল,


বলেছি আমি সম্ভব নয় কভু ছিন্ন করা তোমার প্রেমের জাল।


 

কিন্তু তারপরও বুঝি না কেন বা কি কারণে,


তুমি মরুর বুকে ধূলিঝড়ের মত উত্তাল হও ক্ষণে ক্ষণে,


কি করলে তোমার বিশ্বাস হবে আমি তোমায় সত্যিই ভালোবাসি?


কাঠগড়ায় দাঁড়ানো আসামির মত চুপ করে আছো কেন? হে অভিলাষী!

 

View kingofwords's Full Portfolio