হাতির বাচ্চা সারাদিন হাতির পিছে ঘুরে,
শুধু শুধু লাফায় আর তিড়িংবিড়িং করে!
মার মনে অজানা ডর করে ভর,
বাচ্চাকে তাই সযত্নে আগলে রাখে দিনভর!
লম্বা শুর তুলে বাচ্চাটি মনের আনন্দে হাটে,
মায়ের আশেপাশে তার সারাদিন কাটে,
মায়ের সাথে যখন সে গোসল করতে যায়,
পানিতে নেমে সে ভীষণ মজা পায়!
বাচ্চা হাতি রয় জুড়ে মায়ের মন প্রাণ,
তার কষ্টে হয় যে মায়ের সবকিছু খানখান!