প্রকৃতি নাকি মায়ের মতন, লোকে বলে,
প্রকৃতি খুন করে কেন, মায়ের মতন হলে?
বন্যায় মানুষ মরে,
খরায় মানুষ মরে,
ঘূর্ণিঝড়ে মানুষ মরে,
ভুমিকম্পে মানুষ মরে।
প্রকৃতি কি তবে সিরিয়াল কিলার?
প্রকৃতি কেন করে আঘাত বারবার?
প্রকৃতি কেন নীরব ঘাতকের মত করে খুন?
প্রকৃতি কেন দেয় অনেক, নিয়ে নেয় কয়েক গুন?
এ কেমন খেলায় মেতেছে প্রকৃতি,
মানুষের কি নেই কোনও নিষ্কৃতি,
প্রকৃতি ভাঙে আর গড়ে,
এ বিশ্ব চরাচরে!
মানুষ দেবে নালিশ কাকে?
মানুষ ডেকে চলেছে বিধাতাকে,
মানুষ একটু শান্তি চায়,
মানুষ একটু স্বস্তি চায়।
মৃত্যুর পরে নরক আর স্বর্গের মোহে না পড়ে অনেকে,
গবেষকের মত মানুষ সদা চলেছে খুঁজে একটু আরাম এ ধরার বুকে।