আচমকা কোত্থেকে উড়ে এসে বসল জুড়ে,
বানরের দল চ্যাঁচামেচি করে,
এদিক ওদিক লাফায়,
আর গাছের ডাল ঝাঁকায়!
রাস্তা দিয়ে হাঁটছে যে লোকজন,
তাদের ব্যাগ বা খাবার দেখে নিচ্ছে পিছু এখন,
কেউ বানরের হামলা থেকে বাঁচতে দেয় দৌড় জোরে,
কেউ এক কোণে দাঁড়িয়ে ভয়ে আল্লাহ আল্লাহ করে!
বানরগুলো যাক ফিরে ঘরে এ আশা সবার,
বানরের তাণ্ডব সহ্য করতে পারছে না কেউ আর!